যদি না হতো তোমার সাথে পরিচয়
থাকতো না কোন অভিযোগ-
আক্ষেপে পুরতো না আমার জগত
পৃথিবী এর সৌন্দর্যের বর্ণনা!
হতো না তোমায় এভাবে ঘিরে।
কি বা ক্ষতি হতো তুমি জীবন না আসলে
অপরিচিত ভিড়ে থাকতে
তুমি আমার অগোচরে!
দেখা হলে কথা বলতাম সাধারণভাবে
আজ আমি বিরহে আক্ষেপ করি
জানিনা কিভাবে ভালবেসেছি,
ঘুরেফিরে আসো যেন তুমি
আমার বিরহের ধ্রুপতি ভুলতে নাহি পারি!