এই শহর আর আমার হলো না
যে শহরে তুমি নেই থাকবে ধুলাবালি
মানুষগুলো অগোছালো,
ছুটে যাচ্ছে জীবনের জন্য
ট্রাফিক জ্যামের দীর্ঘ শ্বাস!
যে যার মত বাজাচ্ছে আওয়াজের হুংকার
দালান গুলো মানছে না আইন,
উচ্চতায় প্রতিযোগিতা সড়কের বেহাল অবস্থা
বালাই নাই নিরাপত্তা।
দুর্ঘটনা দেখে বাড়ছে হতাশা!
ভেজালে সয়লাব, কি ওষুধে কি খাবার
রোগ-শোকে জরাজীর্ণ হাসপাতাল গুলো
মানুষের মৃত্যুতে কবরস্থানের স্বল্পতা-
শিশু-কিশোরের নেই খেলার ব্যবস্থা।
চারদিকে হট্টগোল দাবি দাওয়া রাজনৈতিক সভা।
নেই সঠিক বর্জ্য ব্যবস্থা, সবদিকে যাচ্ছেতা
কাগজ-কলমে নগর নিয়ম অনেক পরিকল্পনা
দুর্নীতির পেটের পরে থাকে যদি অবশিষ্ট!
তাতে আলোর মোড়কে মিলছে কিছুটা চাকচিক্য!
তোমায় নিয়ে অনেক আক্ষেপ অনেক অভিমান
বট্ট আসছে দেরি করে শহরের শৃঙ্খলা।
তুমি ছাড়া........!
এই শহর আর আমার হলো না।।