গভীর রাতে স্নিগ্ধতা আসে-
শুনশান নীরবতা রাত যত গভীর
মানুষের চিন্তায় আসে ধীরতা!
তাহাজ্জুদ রত অবস্থা মুমিন বান্দা
পাপিষ্ঠ যে আমাদের জীবনযাত্রা
ক্ষমা করো আল্লাহ তুমি মোদের স্রষ্টা।।
ভাগ্যের অন্বেষণে ব্যস্ত অনেকে
রাতের পড়াশোনায় মন দেয়
অনেকে সারা দিনে ক্লান্তিতে
বিশ্রাম টুকু হয় মাঝরাতে!
বাবা মা রাত জাগতে পারে
সন্তানের অসুবিধা-কল্যাণে,
ভালোবাসার অনুসন্ধানে
নর-নারী মাঝরাতে জেগে থাকে!
অনেক মানুষের কাজের সময়
রাতকে বেছে নিতে হয়
দায়িত্ব-কর্তব্য জীবন-জীবিকা
রাতে তাদের অন্যতম ভরসা।
দেশের যত অতন্দ্র প্রহরী
রাতে তাদের চোখ যেন জাগ্রত
লেশ মাত্র দেওয়া যাবে না ফাঁকি
দেশের জন্য লড়ে যাবে প্রাণপণ বাজি।
রাতে ব্যস্ত মানুষ পাপ-পূণ্যে,
এতে তার সৌন্দর্য কমে না একটুও!
রাতে মানুষ খুঁজে ফিরে অনেক প্রশ্ন উত্তর
জীবনের আলোয় উদ্ভাসিত স্বপ্নে বিভোর।
রাতের তারা, জ্যোৎস্নার চাঁদের আলো
রাত যেন দিনের অপেক্ষার সৌন্দর্য।।