আমাদের স্বদেশ দক্ষিণ এশিয়ার বাংলাদেশ
নদীর বহমান ধারা বঙ্গোপসাগর তীরে মাতৃভূমি।
পূর্বে উদিত সূর্যের ন্যায় দুর্বার জন শক্তি,
বিস্তৃত সবুজে মিশ্রিত মানুষ সৃষ্টিশীল ও প্রাণবন্ত।।

আমাদের স্বদেশ সাম্য ঐক্যের প্রাণ বাংলাদেশ
নানান ধর্মের নানান ঐতিহ্য এ যেন এক বাগানে-
হরেক ফুল সমাহারে ফুটন্ত সুবাসে বিশ্বে অনবদ্য
উড়াতে ভালোবাসি বিজয়ের লাল সবুজ পতাকা।।

বিন্দু জলরাশি বা মুঠ মাটি, শস্য কণা দেশের স্বার্থ
লড়ে যাবে বাংলার প্রাণ আকাশ বাতাস জল স্থল!
স্বাধীনতা রক্ষায় বাংলা ভাষী যেন এক দৃঢ় প্রত্যয়
বিশ্ব দুরন্ত অপ্রতিরোধ্য আমাদের বাংলাদেশ ।।