পথিক হয়ে হেঁটেছি বহুদূর
ফেলে এসেছি কতজন্ম মৃত্যু অনুভূতির কিছু স্মৃতি
দেখেছি ভুবন জোড়া নিষ্পাপ হাসি
কত স্নেহের স্বপ্নের মোড়ানো ভালোবাসা
সৃষ্ট সেরা মানুষের কত কর্মকাণ্ড!
পথিক হয়ে হেঁটেছি বহুদূর
কোটি পূর্ণতার মাঝে কিছু উদ্বেগ আনে
সৃষ্টি নিকৃষ্ট পাপ যেন মানুষের হাতে
কিছু নেই আর বাকি লালসা সাথে নর হত্যা
প্রকৃতি থেকে নিজের আত্মা!
পথিক হয়ে হেঁটেছি বহুদূর
আমি আসলে কে মানুষ, বিবেক, নাকি মনুষ্যত্ব!
নাকি ঐশ্বরিক শক্তি তা কি পাপের না পুণ্যের!
নিজেকে আমি নিজে খুঁজি!
কি জবাব দিব স্রষ্টাকে হিসাব বরাবর।
পথিক হয়ে হেঁটেছি বহুদূর
পৃথিবীতে আমি কি কাজে এসেছি
কত সাক্ষীতে সয়লাব আমি!
স্রষ্টার দয়া চাই হেঁটে হেঁটে
মহাবিশ্বের বিলুপ্তিতে আমার মিলবে মুক্তি।।