ওরে মুমিন মুসলমান এসেছে আজ রমজান
ইবাদতে চলো মশগুল করে পাপ মোচন
ধর্মীয় শিক্ষার চর্চা করি নির্ভুল অনুশীলন।
তওবা করি গুনাহ থেকে বাঁচি-
করি আল্লাহর কাছে জান্নাতের এই ফরিয়াদ।।
ওরে মুমিন মুসলমান এসেছে আজ রমজান
নিজ ধর্মের বিভেদ সৃষ্টি না করে-
চলো কোরআন নিয়ে করি অনুশীলন।
নিজ দেশে নিজেদের দেখা চাঁদে করব সকল
রোজা ও ঈদ ধর্মীয় প্রার্থনার আচার অনুষ্ঠান।।
ফিতনা কে চল দিই আজ অবসান
একই আল্লাহ সৃষ্টি মানুষ আমরা-
শুধু নবীজির করে যাওয়া অনুশীলনে
চালিয়ে যাব মোরা জান্নাতের অন্বেষণ
ওরে মুমিন মুসলমান এসেছে আজ রমজান।

https://saeedhossainbd.blogspot.com/2023/04/blog-post.html