সাহিত্যে লেখক যেভাবে বলে
জীবন কি সেই ভাবে চলে?
সমাজ থেকে পৃথিবী দিনে দিনে
পরিবর্তন আলোর গতিকে
হারিয়ে ছুটছে যেন অবিরত!
প্রতিদিন দেখা যায় না জ্যোৎস্নার আলো
লেখক লিখতে পারে না নিয়মিত,
ফুলে সৌন্দর্য সবাইকে করেনা বিহমিত
সময় কই প্রকৃতিকে নিয়ে ভাবার
জীবন যুদ্ধের নেশায় মত্ত সবাই!
আমি পথিক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি
প্রিয়ার জন্য দাঁড়িয়ে থাকে যুবক-
চোখে স্বপ্ন মত দুঃসাহসিক সৌন্দর্য
কিছু মানুষ ছুটছে পরিবারের স্পন্দনে
সুখ-দুঃখ আবর্তিত পৃথিবী যেন কাব্য।
এক একটা প্রাণ এক একটা উপন্যাস
সাহিত্যিক পাঠক অজানা সূত্রে গাথা-
প্রকৃতি ও কম যায় না অপার মহিমায়
ক'জন পারে মলট উঠিয়ে পড়তে
স্রষ্টার সৃষ্টি সৌন্দর্যে আশ্চর্য সাহিত্য!