আমার তো কষ্টে নেই নিচ্ছি জীবনের দীক্ষা
তোমরা বলবে এতে হাজার রং এর আছে-
লাল কষ্ট নীল কষ্ট হয়তো বা ধূসর কষ্টের মেলা
অনুভূতি রংয়ের মেলা আমার জীবনের বায়না।
অশ্রু মানসিক যন্ত্রণা এবং হৃদয়ের রক্তক্ষরণ
সব অনুভব করেছি এটা আমার ডাইরিতে লেখা।

রোজ কষ্ট গুলো লিখে রাখি আপন মনে ভেবে-
বেমালুম ভুলে গেছি মিশে গেছি লেখায় মাঝে
ভালোবেসে কষ্টের বর্ণ অনুভূত হয়েছে রত্ন ভাণ্ডার-
কষ্ট আমার কষ্ট লাগে না ভালোবাসি লেখায়
নিজের লেখা নিজে পড়ে হয়েছে বেশ আর্কাইভ
সোনালী অতীত আমার কষ্ট দিয়েছে রত্ন ভাণ্ডার।