সময়ের আড়ালে বাস্তবতার মোড়কে
জীবন হয় বর্ণিল বা কখনও ধূসর
হাসি কান্নার মোহে ভালোবাসার ডোরে
স্বপ্নের বাঁধি সুখের ঘর ।
কত হতাশা কত বাধা জীবনের প্রতি ক্ষণে
তারপরও বাস্তবতায় এগিয়ে চলি
জীবন যেন নেই থামার বালাই ?
আসবে বাধা তার সাথে গ্লানি
সুখ দুঃখ গাঁথা আমার জীবনখানি!
মানুষ হয়ে জন্মেছি পারি সবকিছু
সুখের অভিনেতা হয়ে দুঃখ আড়াল করি।
প্রিয়জন হারানো ব্যথা জীবন স্রোতে ভাসি
মায়া মমতা ভালোবাসা মুছে গেছে সবই
চোখের পলকে দীর্ঘ নিঃশ্বাস ফেলি!
জীবনের বাতিঘরের স্বপ্ন শুধু বুনি
ক্ষুদ্র এ জীবন বাস্তবতা নিয়ে থাকি !