কথা বলতে পারে এমন শিশু তোমায় করে ঘৃণা
দেখলাম জুলাই আগস্টে হয়নি বুঝ,
তারপরও ওরা বলে স্বৈরাচার তুই গতি ছাড়
বেঁধেছে দল ছাত্র-জনতা সারা বাংলাদেশ
নাটক কম কর প্রিয়ও! এবার তুমি বাংলা ছাড়ো!
যে ছাত্ররা থাকার কথা পাঠশালায় আজ রাস্তায়
কাগজের পরিবর্তে লেখে দেয়ালে সড়কে,
দেশ জুড়ে তোমার জন্য শ্রদ্ধা ছিল না অবশিষ্ট
তোমার মিথ্যা অভিনয় দেখে সবাই ক্লান্ত
ক্ষমতার জন্য এনেছো খুনের ধ্বংসযজ্ঞ!
ঐতিহ্যের রাজনৈতিক দল অঙ্গ সংগঠন
মুক্তিযুদ্ধের অবদান কলঙ্কের রাঙালে
প্রশাসন পুলিশ বাহিনী বাধ যায়নি কিছু!
তোমার দলের সৈনিক- মুক্তিযুদ্ধা নাম লেখালে
বাকিরা যেন রাজাকার তুমি বলে দিলে!
কোটা বিরোধী আন্দোলন দেশজুড়ে
তোমাদের লুটপাট ক্ষমতার অভিলাষ
জনগণের লড়েছে টনক অবশেষে!
ঘৃণার আগুনে পুড়ে পালিয়েছো তুমি আর অনুসারী
২০২৪ শে লেখা তোমার জন্য ঘৃণা।।