তুমি কি জানো?
এই প্রহরে কেউ ভালোবাসছে তোমায়,
তোমার বিরহের অশ্রু ঝরে, তার কান্নায়।
তুমি আজ সুদূরে, দূর বহুদূরে,
তবুও রয়েছ আমার অস্তিত্ব জুড়ে।
খোদাই করে ওই নাম লিখেছি বুকে,
পূর্ণিমা যেন তোমার মুখখানি আঁকে।
তোমার অভাব, এক ছায়ার মতো,
আমার হৃদয়ে জমাট কষ্ট যত।
তুমি কি জানো?
তোমার চলে যাওয়ার পরও আমি দাঁড়িয়ে,
শুধু একা… শুধু শূন্যতা জড়িয়ে।
সেই সন্ধ্যার স্মৃতি আছে শত,
বারান্দায় দাঁড়িয়ে— তুমি অপ্সরীর মতো।
তুমি কি অনুভব করো?
যে প্রতিটি ঢেউ আমার নাম নিয়ে কাঁদে,
যে বাতাস তোমার চুল এলিয়ে দিত ছাদে,
সেই আজ আমার বুকে দীর্ঘশ্বাস হয়ে ঝরে।
তোমার বিরহ… আমাকে খাচ্ছে কুরে কুরে।
তুমি কি জানো?
প্রতিদিন আমি হারিয়ে যাই স্মৃতির গভীরে,
তোমার সেই বাঁধভাঙা চাঁদের হাসির প্রান্তরে,
তোমার হাতের স্পর্শহীনতার আবেশে…
আমি চলার পথে খুঁজি তোমার ছায়া, মেঘের দেশে।
তুমি কি জানো?
ভালোবাসা শুধু উপস্থিতির গল্প নয়,
দূরত্বেও সে অনন্তকাল বেঁচে রয়।
তোমার মনে থাকুক বা না থাকুক,
আমার প্রেম… তোমার হৃদয়ে অনাদিকাল বাঁচুক।
তুমি কি জানো?
ভালোবাসা কখনো শেষ হয় না,
বিরহ কখনো মরে না।
তুমি হারিয়ে গেলেও, আমি এখনো আছি,
তোমারই প্রেমে…
আমি চিরকাল কারাবাসী…