ছেড়েই যদি যাবে শেষে,
তাহলে ভালোবাসলে কেন তুমি?
চোখে চোখ রেখে বললে কেন,
"চিরকাল শুধু তোমারই আমি?"
স্বপ্ন দিয়ে বুনলে জীবন,
হৃদয় ভরালে প্রেমের রঙ্গে,
আজ কেন সেই প্রেম
তোমার হাতেই দিলে ভেঙে?
জীবনে রং ঢেলে দিলে তুমি,
সুখের ফুল ফুটালে মনে,
আবার কেন তুমি জেনেশুনেই
পোড়াও আমায় ক্ষণে ক্ষণে।
স্বপ্নের যে নৌকাখানি
তোমার হাতেই ছিল গড়া,
তারই মাঝে কেন তবে
আজ বেদনার ঢেউয়ে ভরা?
জিজ্ঞাসা করি—এত মায়া
কেন দিলে এ দুটি চোখে?
জানতাম না এ পথের শেষে
শুধু থাকবে হাহাকার বুকে।
তোমার পথ করেছ ভিন্ন,
আমার ডাকে সাড়া নাই,
তবুও কেন প্রতিটি রাতে
স্বপ্নে ভাসে তোমার মুখটাই?
হৃদয় বলে, “তোমার মাঝে
সবটুকু সুখের বাস ছিল।”
কিন্তু কেন, সেই হৃদয়ই
আজ বিষাদে পূর্ণ হল?
তুমি কি জানো, অপেক্ষায় বসে,
আজও খুঁজি তোমার ছায়া,
তোমার স্মৃতি আঁকা হৃদয়ে,
জেগে থাকে অনন্ত মায়া।
যদি শুধু মরুভূমি চাও,
তবে ফুল ফুটালে কেন?
ভালোবাসার প্রতিটি ক্ষতই
তোমার মতো কঠিন কেন?
জানতে ইচ্ছে হয় একটাই—
কেন এলে জীবনের তরে?
জাগরণে আর স্বপ্ন যত,
সবই কেন দিলে ধ্বংস করে?
আজও আমি উত্তর খুঁজি,
তোমার স্মৃতি জড়িয়ে ধরে,
কেন এসেছিলে জীবনে তুমি?
যাবেই যদি দূরে সরে।
তবুও আমি খুঁজি তোমায়,
অশ্রুর স্রোতে ভাসিয়ে নিজেকে,
তুমি কি জানো, হৃদয় যে রয়
ভাঙা আয়নার প্রতিফলকে।