তোমার হৃদয়ে আমি আছি
তুমি আছো আমার প্রাণে,
এই বন্ধন শিকড় গেঁথেছে
জীবনের গহীন থেকে গহীনে
যত দূরেই থাকো তুমি
দেয় শীতল হাওয়ার দোলা,
তোমার স্মৃতির পরশগুলো
একাকীত্বে করে হৃদয়ে খেলা।
তোমার চোখের নীরব ভাষা
প্রিয়া আমার অন্তর জুড়ে,
নির্লিপ্ততা বলে দেয় সব
যেন বৃষ্টির ফোঁটা ঝরে।
তুমি ছাড়া আমি একা
নেই জীবনের কোনো মানে,
তুমি ছাড়া পথ যে আঁধার
খাই হোঁৎকা হোঁচট গমনে।
হাতটা ধরে হেঁটে চলা
যেন হৃদয়ের প্রান্তরে ঘোরাফেরা,
তুমি পাশে তাই পৃথিবীটা
মনে হয় স্বপ্নে ঘেরা।
তুমি সকাল বেলার আলো
রাতের শেষে মায়া চাঁদ,
তুমি ছাড়া সব কিছু
যেন বিভ্রান্ত পথের ফাঁদ।
বসত তোমার হৃদয় গভীরে
আমি বাঁচি তোমায় ঘিরে,
বন্ধন মোদের ভালোবাসার
যুগের পর যুগ পেরিয়ে।