ট্যাগের জালে বন্দী কবি
মুখ ফুটে কিছু বলেনা,
হাসির আড়ালে লুকানো কষ্টে
ক্ষতিগ্রস্ত হয় কাব্য সাধনা।
ট্যাগের তোরে কখনো কখনো
কবি হয়ে উঠে অভিমানী,
ফেইসবুকের প্রিয় বন্ধু মেলায়
সকাল সন্ধ্যা দিবস যামিনী।
কবির হৃদয়ের গোপন কোণে
করে দেয় কিছু শূন্যতা,
ট্যাগের পিছনের অনুভূতিগুলো
যেন বিমাতৃ সুলভ মমতা।
সময়ের পরিক্রমায় বন্ধু তুমি
কেন দাও কবিকে কষ্ট?
ট্যাগের ফাঁদে জড়িয়ে যখন
বন্ধুত্বটাই হয়ে যায় নষ্ট!
বন্ধু সবাই হাসি মুখে
জীবনের গল্প রচে যাবো,
ট্যাগের দগদগে যন্ত্রণা থেকে
সর্বদা আমরা দূরে রবো।
সবার সাথে মিলনের সুরে
ট্যাগের নামে কিছু তিক্ততা,
মনের গভীরে যত ভালোবাসা
ভেঙে করে খানখান হৃদ্যতা।
ফেসবুকে ট্যাগের খেলায় মেতে
দৃষ্টি আকর্ষণের নেই প্রয়োজন,
বন্ধুত্বের রং আপনি ছড়ায়
হৃদয়ে যখন শক্ত আসন।
বন্ধু যখন আমি তুমি
কেন সেঁটে দিবে ট্যাগ?
ট্যাগের এই বৃত্তে জড়িয়ে
কতজন বন্ধুকে করে ত্যাগ!
অশ্রু হয়ে ঝরে কষ্টগুলো
বন্ধু তুমি কেন বুঝনা,
কবির অন্তরে ট্যাগের জ্বালা
নিশী দিন দেয় যন্ত্রণা।