মায়াবী জলের ঢেউয়ে ভাসা
সাগরের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা,
সুন্দরবন তুমি অনন্ত রহস্য
ঘন সবুজের গহীন চাদরে ঢাকা।
মৌমাছির গুঞ্জনে জাগে সকাল
টাটকা বাঘের পায়ের ছাপ কাদায়,
হরিণের লাফানো ছুটে চলা
এক পা এগুতে দু'বার ভাবায়।
শ্বাসমূলের বনে নোনতা হাওয়া
ঝিরঝির পাতায় চমকায় আলোক দ্যুতি,
পায়ে পায়ে বিপদের হাতছানি
সবুজের রাজ্যে অক্সিজেনে নিলয় ভর্তি।
পাখির কূজন, প্রাণের মিলন
পাবে দেখা গুল্মলতা নানান গাছের,
সুন্দরী গাছ নয় সুন্দর
গোলপাতা নয় গোল, লম্বা ধাচের।
বুকে ঝরা পাতার মিছিল
মাটির গন্ধে জাগে নতুন প্রাণ,
তোমাতেই করে ভাগ্যের অন্বেষণ
মৌয়াল, বাওয়ালি, জেলে সাহসে অফুরান।
বাঘের গর্জনে নামে রাত
বানরের চঞ্চলতা লাফঝাপ নিশিদিন,
রহস্যে ঘেরা বৃহত্তম ম্যানগ্রোভ
যেখানে প্রকৃতি সাজায় নিজেকে প্রতিদিন।
মাছে ভরা নদীর ঢেউ
পশুর, রায়মঙ্গল আর শিবসার বুকে,
বুক চিতিয়ে রুখে দাঁড়ায়
ক্রান্তিকালে সুন্দরবন, আবহাওয়া যখন দুর্বিপাকে।
বাঘ আর কুমিরের মাঝে
জীবন মৃত্যুর ফাঁদে নদীগুলো নাব্য,
অপরূপ সৃষ্টি জীবনের দ্বীপশিখা
সুন্দরবন শাশ্বত ধরণীর নীরব কাব্য।