জন্মের পর আলোক দ্যুতি নয়নে
মায়ের কোলে স্নেহ মমতার দোলনে;
প্রথম চাঁদ দেখেছিলাম স্বর্গীয় কোলে
কপালে টিপ, আর আধো বোলে।
আপন আহ্লাদে হাঁটতে শিখেছিলাম আমি
কিছুটা এগিয়ে যেতে কিছুটা থামি,
শৈশবের খেলার সাথীরা আজও সকলে
মনের গভীরে রঙিন ফ্রেমের মায়াজালে।
দুঃখ সুখের নানান রঙের দিনগুলো
স্রোতের মতো কোথায় হারিয়ে গেলো!
ফেলে আসা দিনগুলো দীর্ঘ নিশ্বাসে
ঝরে পরা পাতা উড়ে বাতাসে।
কাঁচা মনের ভালোবাসা প্রথম ঝিলমিল
আজও খুঁজে ফিরে সুখ অনাবিল,
সফলতার পথটি মোটেও ছিলনা সুখকর
ক্লান্তিহীন দেহে পরিশ্রম দিন রাতভর।
বয়সের সাথে বাড়ে জ্ঞানের গভীরতা
জীবনে সঞ্চিত হয় নানাবিধ অভিজ্ঞতা,
সুখের প্রত্যাশায় দোলা দিয়ে মন
নিঃশব্দ নিরবে ঘটে প্রেমের আগমন।
গুনগুন বাঁজে মনে প্রেমের সুর
সুখের আঁচড় হৃদয় মাঝে সুমধুর,
চোখ চোখের মিলনে কত খুনসুটি
প্রথম ছোঁয়া, প্রথম অনুভূতির খুঁটিনাটি।
গোঁজামিলে ভরা জীবন ডায়েরি
আশা নিরাশায় দোলে জীবন তরী,
হিসাব কষে পাইনা কোন তল
জীবন সায়াহ্নে আঁখি ভরা জল।
মৃত্যুর ঘন্টা বাজে করুণ সুরে
অনন্তের পথে যাত্রা আজ অচিনপুরে,
নিজ ঠিকানায় চলেছি, পেছনে স্মৃতি
এইতো জীবন, এটাই জীবনের রীতি।
পথের শেষে এসে থমকে দাঁড়াই
বন্ধু স্বজন শেষ যাত্রায় হারাই,
শব যাত্রা এক নিঃশব্দ গান
জন্মের পর মৃত্যুতেই সব অবসান।
শেষ দিনগুলোর আলাপন অতি সঙ্গোপনে
কবরের সঙ্গী বানাতে চির শয়নে,
তবু্ও জীবন, কত মধুর জীবন
হাসি কান্নার তুলিতে যার চিত্রায়ণ।
উপন্যাস যদি জীবনের আদলে রচিত
সুখ-দুঃখের সারিবদ্ধ আখরে খচিত,
নানান গল্পের সম্মিলিত একগুচ্ছ পাতা
তাহলে বন্ধু মৃত্যুটা, শেষ কবিতা।
মরন কিন্তু নয় জীবনের ইতিকথা
নতুনের শুরু এটাই শ্বাশত প্রথা,
আমায় ভুলোনা, আমি চলে গেলে
যদি দেখা হয়, আবার কোনকালে।
আবার যদি দেখা হয়, কোনকালে-