আমার সেই তুমি
নেই যে আমার,
হয়ে কারো অঞ্জলি
দিচ্ছ অর্ঘ্য পূজার।
এইতো সেদিন তুমি
অনেক ভেবে বলেছিলে,
যাবেনা আমায় ছেড়ে
একা ফেলে কোনকালে।
তুমি আর আমি
সুজন হয়েও কূজন!
উত্তর দক্ষিণ মেরু
আজ যেন দু'জন।
হয়তো জীবন তোমার
গুছিয়েছো স্বপ্নের মতন,
আমার প্রেমহীন জীবনে
শুধুই ছন্দের পতন।
এখনো স্বপ্ন আমার
হয়ে আছে অধরা,
অভিশপ্ত এই পাপিষ্ঠের
জরাজীর্ণ তার বসুন্ধরা।
তিমির পেরিয়ে যেমন
আসে ঝলমলে দিন,
হাজার ক্রোশ পেড়িয়েও
স্থবির আমি অমলিন।
আরকি হবে দেখা
যতদিন বেঁচে রবো?
নাকি এভাবেই অনন্তকাল
অভিশপ্ত পথ পেরুবো?
দু'জনার পথ আজ
যোজন যোজন দূর,
আর কি কখনো
বাঁজবে মিলনের সুর?