সুখ থেকে জন্মে মানুষ
অযথা নিজেকে দুঃখী ভাবে,
আসলে আমরা সবাই সুখী
দুঃখ শুধু আমাদের অনুভবে।
শিশুকালে সবার ছোট্ট পৃথিবী
একটি চাওয়ায় থাকে সীমাবদ্ধ,
শিশুর মুখে সুখের হাসি
পেল যদি মায়ের দুগ্ধ।
দিনেদিনে ভুবন বড় হয়
ক্রমাগত চাওয়া যায় বেড়ে,
চাওয়া যত বড় হয়
দুঃখ তত আসে তেড়ে।
সোনার হরিণ পেতেই হবে
ভাবি কেন এমন করে,
কেন ভাবিনা সোনার শিঙে
দিতেও পারে গুতো মেরে।
চাঁদটাকে আমার করতেই হবে
মাটিতে থেকে ভাবনা গাধার,
সবাই সুখী অল্প আলোয়
গাধার আকাশে দুখের আঁধার।
চাইলেই তাজমহল গড়তে পারিনা
কেননা আমি নই শাহজাহান,
আমি দীন, আমার কুঁড়ে ঘর
চাইলেই করতে পারি প্রেমোদ্যান।
আমি কেন চাইবো রাজকন্যাকে
যদি না হই কোন রাজপুত্র,
রাজকন্যা হাত বাড়ালেই কেবল
হাত বাড়ানো যায় মাত্র।
ধুতরা দেয়না গোলাপ নির্যাস
তার গায়ে বিষ ফল,
মধুর আশায় করলে ভক্ষণ
আশাতো হবেই নিষ্ফল।
আশাহত মানুষ দুঃখী হয়
তাই আশায় লাগাও লাগাম,
দুঃখ যাবে দূর পরবাসে
সুখানুভূতি হবে আগাম আগাম।