কাননে কাননে
ভ্রমরার দল,
মধু নিতে তার
কত ছলকল।
উড়ে উড়ে আসে
ফুলেদের পাশে
হাসে খলখল।
কানে কানে কয়
পেয়োনা গো ভয়
সখা যে আসল।
তাই শুনে ফুল
করে বসে ভুল
হয় মালা বদল।
মধু পান শেষে
নিজ দেশে ফিরে
ভ্রমর সকল।
বিরহ জ্বালায়
ফুল বলে হায়,
ভাবে আমি কেন
এতোটা সরল!