চাঁদের হাসিতে হেসেছে আকাশ, এলো রমজান মাস,
পুণ্যের সুর বয়ে আনে, প্রশান্তির এক শ্বাস।
সেহরির আহ্বানে ভাঙে ঘুম, হৃদয় হয় অমলিন,
সুবহ সাদিক আনে আলো, ধন্য এই ধরম দিন।
রোজার আলো ঝরছে প্রাণে, সংযমের মহিমায়,
ভোগবিলাস ত্যাগ করি, আত্মার শুদ্ধতায়।
ইফতারের ওই পবিত্র ক্ষণ, যখন হয় আজান,
খেজুর-শরবতের তৃপ্তিতে জুড়ায় তৃষিত প্রাণ।
তারাবির ঐ মোনাজাতে পাই জান্নাতের নূর,
আলোর পথ দেখায় মোদের, কোরআনের সুর।
লাইলাতুল কদর আসে নিয়ে রহমতের বারি,
দয়াময়ের করুণায়, শূন্য হয় পাপের ঝুড়ি।
যাকাত দানে হাসি ফুটে, অভাবীর বদনে,
প্রভুর দয়ায় সুখের বৃষ্টি, ঝরে সবার মনে।
প্রেম-ভালোবাসা ছড়িয়ে করি, দুঃখ ভাগাভাগি,
শান্তির ভূবন গড়তে মোরা, সবাই হই ত্যাগী।
রোজার শেষে ঈদের খুশি, বয়ে আনে উল্লাস,
নতুন পোশাক, আনন্দে ভরে, মোদের হৃদয় আকাশ।
গরিব-ধনী ভেদাভেদ ভুলে, সব এক কাতারে,
ভালোবাসার বাঁধনে থাকি, মোরা জগৎ সংসারে।
রমজানের এই মহিমা, রাখি হৃদয় মাঝে,
চিত্তে জাগে তাকওয়ার আলো, নূরানী সাজে।
সংযম, ধৈর্য, প্রেমের বানী হৃদয়ে করি ধারণ,
রমজানের শিক্ষায় আলোকিত হোক বিশ্বভূবন।