চলো, পা ফেলি নতুন পথে
যেখানে আশা জাগায়-
দুঃখের প্রতিটি ছায়া মুছে
জীবন সম্মুখে এগিয়ে যায়।
হারানোর তোমার নেই কিছু
জীবনের এই সম্মুখ যাত্রায়,
পুনঃ চেষ্টা, অদম্য সাধনায়
সাফল্য রবে দ্বার গোড়ায়।
আকাশ যদি মেঘলা থাকে
ভয় নাই তোমার ভয় নাই,
নতুন রবি উঠিবে নিশ্চয়
যেথায় আলোর কমতি নাই।
দৃঢ় বিশ্বাসে বাঁধো বুক
নিজ কাজে অনড় থাকো,
জীবন মঞ্চে বাড়াও পা
জয় হবে, এ বিশ্বাস রাখো।
দুনিয়ায় অসাধ্য নেই কিছু
মনেতে জোর থাকলে জিতবে,
বিশ্বাস রেখো নিজের ওপর
তবেই শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে।
পরিশ্রমের ফল মিষ্টি হয়
যদি সাধনায় থাকো দৃঢ়,
শত দুঃখ হটবে পিছু
সে হোক না যতই রূঢ়।
আশা নিরাশার দোদুল দোলায়
তুমি ছড়াবে ইচ্ছাশক্তির দ্যুতি,
বাঁধা এলে সাহসী থেকো
উবে যাবে সকল দুর্গতি।
স্বপ্নের আলোতে পথ চিনো
তোমার উদ্দেশ্যটা করে স্পষ্ট,
শক্তির অন্তস্থ দীপ জ্বালো
মহৎপ্রাণ পাবে, রবেনা কষ্ট।
চলতে থাকো সাহসের পথে
প্রাণের সুরে বাঁধো নিত্য গান,
তোমার কর্ম বিশ্বকে বদলে
করবে আলোর অমৃতদান।
অন্তরের যত সঞ্চারিত আলো
নিজ মহিমায় জাগিয়ে তোল,
নির্জনতায় সৃষ্টির খোঁজে তুমি
কলমে চিরকাল আলো জ্বালো।
একদিন চূড়ান্ত জয় তোমার
বইবে স্বপ্নের অমৃত ধারায়,
বীরত্ব আর প্রত্যাশার অর্জন
পৌঁছে দেবে আকাশ পাড়ায়।