মুখ ও মুখোশের অন্তরালে
নিষ্ঠুর অবলীলায় গরল ঢালে,
চতুর বাক্যে সজীব প্রলোভন
মঞ্চে উপবিষ্ট সুধী সভাজন!
নিখুঁত এক অভিনয়ের আড়ালে
কিস্তি মাত করে সুকৌশলে,
পাতা তাদের প্রতারণার জাল
গভীর ধোঁকার সুরের মায়াজাল।
দেদারসে চলছে হাস্যরসের খেলা
অন্ধকারে লুকানো রোদেলা বেলা,
নাটকের পটভূমি সুর কাহিনী
জনগন যেথায় অভাগা অভাগিনী।
আলোর নীচে অন্ধকার লুকানো
বাঙালিপনা থেকে ধীরে সরানো,
বক্তৃতার শোরগোল, হাসির রোল
মঞ্চের উন্মাদনা, মিথ্যাচার হট্টগোল।
মুখে বিচিত্র হাসির ঢঙ
সত্য ঢাকতে সাজে সঙ!
প্রহসনের নাটকে জীবন অঙ্কন
মগজে ভয়ানক ক্রীড়ার মনন!
চিরকাল এভাবেই চাতুরীপনার আবডালে
জনগন ফাঁসে দাবার চালে,
রাজনীতি অর্থ সমাজের রূপক
সবই প্রহসনের এক নাটক!
যবনিকাপাতে পর্দা নেমে গেলে
নতুন খেলা আবারও চলে,
সাজে দাবার ঘুটির বাহিনী
নতুন কলাকৌশলী নতুন কাহিনী!
জন কণ্ঠে বাজেনা তূর্য
উদিত হয়না সত্যের সূর্য,
প্রতারণার জট খোলেনা কোনদিন
বিকশিত হয়না নতুন দিন।
মুখোশধারী শয়তানের তাণ্ডব লীলা
আর কতকাল দেখবি খেলা,
নিক্ষেপ কর সর্ব জোরে
জঞ্জাল ভাসিয়ে দে বঙ্গোপসাগরে।