আমি পৃথিবী, আমি ধ্বংস হতে চাই
তোমাদের অত্যাচারে অতিষ্ট তাই,
আমি পৃথিবী আমি নিয়মে চলি
পারবে কি ঠেকাতে, পড়িলে ঢলি?
নিজের কথা ভাব, এ তো প্রজন্মের মিনতি
কি করে হতে পারো এতটা আত্মঘাতী?
নদী বন বাতাস পশু পাখি বাঁচাও
আমার স্বপ্নগুলো সত্যি করে দাও।
তোমরা আমার কথা শোনো
বন্ধ কর সব, নিয়ম মানো,
যদি মা হই, তবে তোমরা আমার সন্তান
ধ্বংসের মাত্রা সর্বত্রই যেন পাহাড় সমান।
দেখোনি পূর্বপুরুষেরা বেঁচেছে কতকাল?
বড় কষ্টে ছেড়ে দিচ্ছি তোমাদের হাল,
একদিন বুঝবে কতটা নির্দয় ছিলে আমার প্রতি
আদেশ করছি থামাও, এই ধ্বংসের গতি।
দেখোনি তোমরা আমার রুদ্র তুফান?
হিমেল বাতাস কি করে হয় সাইক্লোন!
দেখোনা কেঁপে উঠি, যখন খেপে যাই?
তবুও অমিতাচার, তোমাদের স্বরূপ এটাই।
আমি যেমন প্রকৃতিকে সমৃদ্ধ করি
তেমনি তোমাদের বুকে ধারণ করি,
অথচ ভুলে যাও প্রতি পদে পদে
ক্ষত করো, অসহিষ্ণু ক্রোধের সাথে।
জোয়ার-ভাটায় খরা-বন্যায় ভারসাম্য রাখি ঠিক
তোমরা তাতে বাদ সেধে রোধ করো আমার দিক,
পাহাড়-পর্বত সেতো আমার ভারসাম্য রক্ষাকারী
এমনভাবে কেটে খাচ্ছ যেন আজন্ম অনাহারী।
হিমবাহ গলে যাচ্ছে, নদী সমুদ্র নোংরা
আমাতে ঘটা সবকিছুর জন্যই দায়ী তোমরা,
আমি পৃথিবী, আমি ধ্বংস হতে চাই
তোমাদের অত্যাচারে অতিষ্ট তাই।