নীলিমা, ফুল, জ্যোৎস্না—সবই নীরব,
তবু হৃদয়ের ভাষা বোঝে কবি।
তারায় তারায় ছড়িয়ে যাবে প্রেম,
শব্দগুলো হবে জীবন্ত ছবি!
নীল আকাশ থাকুক নীরব,
ফুল থাকুক সৌরভে মেতে।
জ্যোৎস্নায় বসে কবি চনমনে,
নীরব ভাষা নেয় গেঁথে।
হৃদয়ের মাঝে উড়ুক পাখি,
মনে মেঘ যেন ঘুরে ফিরে।
রাতের অন্ধকারে মৃদু আলো,
প্রেমের দীপ জ্বলুক ধীরে।
পাহাড়ের পাদদেশে ঝরে বাদল,
অরণ্যে হাওয়া গায় দুলে।
প্রাণের প্রবাহ হোক অসীম,
চিরন্তন সুখ নিক তুলে।
পৃথিবীকে ছুঁয়ে যাবে এক নতুন গান,
যা হবে নীরব—তবু গুণগুণ।
কবির কথায় ভরে উঠবে আকাশ,
শব্দের প্রাণ জাগাবে ফাগুন।
ভোরে উঠে জীবন রঙে রাঙাও,
আলোর পথে হেঁটে চলুক পথিক।
প্রেমের মধুরতায় ভরে উঠুক রাত,
কবির কাব্য হোক রসিক প্রেমিক।
তালপত্রে পড়ুক সব স্মৃতির বীজ,
তাতে লুকিয়ে থাকবে হাজার কথা।
জ্যোৎস্নার মায়ায় অন্ধকার মুছে গিয়ে,
উবে যাবে কবির মনের ব্যথা।
দূর দিগন্তে বাজুক বাঁশির সুর,
নদীর স্রোতে প্রতিফলিত হোক কাব্য।
জগতের এক কোণে হৃদয় জাগুক,
কবির কলমে উদ্ভাসিত হোক ভবিতব্য।
প্রেমের সুরে ভেসে উঠুক দিনের আলো,
রোজনামচা লিখে যাবে কবি।
তারারা গায় প্রেমের গান,
ছড়িয়ে যায় সুদূর অবধি।
কবির চোখে পড়ে প্রাচীন আকাশ,
তাতে নতুন দিগন্তের আলোক।
আলোর পথে এগিয়ে যাবে মানবতা,
প্রেমের ঐক্যে জাগবে ভূলোক।