এখনো সদস্য আমি পৃথিবীর
এখনো যে শুধাইনি ঋণ তার,
এখনো শ্বাস বহে এ নাসিকা রন্ধ্রে
এখনো মনতলায় মিলনের আরাধনে
কাঁদে সে তোমার জন্যে, শুধুই তোমার জন্যে।
তুমি আমার প্রিয় সেই সে জন
জীবনের জন্য যাকে প্রয়োজন,
প্রতিনিয়ত তোমাতে আকুতি আমার
ফিরে এসো হৃদয় মাঝে আবার তুমি প্রিয়া
সেই প্রেম পেতে উতলা এখনো এই হিয়া।
ফেলে আসা মধুময় দিনগুলো
উড়ায় যে শুধুই স্মৃতির ধুলো,
তপ্ত মরুসম উষ্ণ হাওয়ায়
ফোঁটেনা ফুল ছড়ায়না সুবাস জুঁই বেলী
আমার মন বাগিচায় ওগো মোর সোহেলী।
ভাঙা আকাশ, আড়ষ্ট ভাবনা
মলিন চাঁদ, ফিকে তার জ্যোৎস্না
বহেনা আর অশ্রু ধারা অবিরল
শুনশান সেই স্তব্ধতা, যাতনা মর্মর
সহিতে না পারি সেই ভার, আমি যে কাতর।
বেদনা বিদুর এ জীবন মম
অসময় মৃত্যু পথযাত্রী সম,
সকলি হারিয়ে যে লয়প্রাপ্ত আজি
কুলাতে না পারি আমি, ককিয়ে উঠি স্ব জোরে
কালের নিষ্ঠুরতার কষাঘাতের প্রহারে।
হায়! প্রেম, আহ্লাদী মন আমার
সতত চায় অনুকম্পা তোমার,
বড্ড অসহায় যে আমি এ ধরায়
পরিত্রাতা হয়ে জীয়ন কাঠিরই ছোঁয়ায়
আগলে রাখো আমায় প্রেমেরই ছায়ায়।