নর্দমায় ফুটেছে পদ্মফুল
ধুতরা বনে পরেছে হাসির রোল।
বিদ্রুপ করে কহে তারা
দেখ, কোথায় জন্মেছে কপাল পুড়া!
এই নোংরা আর্বজনা মাড়িয়ে
কে নেবে তাকে কুড়িয়ে?
মানুষের স্পর্শ সে কভু পাবেনা
মালায় ডালায় খোপায় ঠাঁই হবে না,
আসবেনা কখনো কারো কল্যাণে
বৃথা জন্মেছে সে এ ভূবণে।
এমনই করে ছুঁড়ছে কথার শত তীর
কথার মাঝেই পদ্মকে ঘিরে জমেছে ভিড়,
কেউ বলছে পদ্ম কমল পঙ্কজ অম্বুজ
কেউ বা আবার লনলিনী নীরজ সরোজ।
হঠাৎ ভিড় ঠেলে নর্দমায় নেমে গেল ঠাকুর
এ যে দূর্গার প্রিয় ফুল, শ্রেষ্ঠ পূজোর।
পদ্ম চলেছে মন্দিরে ডাকছে দূর্গায়
ধুতরা লুকায় লজ্জায় ধুলির চাদর গায়।
যেতে যেতে ধুতরাকে বলে পদ্ম
ভুলের মাঝে সদাই তুমি, হলেনা শুদ্ধ।
যে যেখানেই জন্মুক যথাস্থানেই সে যাবে
প্রকৃতির নিয়মে সময় জায়গা করে দেবে।