সৃষ্টিকর্তা করে পাঠালেন তোমায় আশরাফুল মাখলুকাত
বলতে কি পারো মানুষ, তুমিই শ্রেষ্ঠ, বুকে রেখে হাত?
যুদ্ধের উম্মাদনায় টগবগে তোমার রক্ত
অসুর রূপে সেজেছো তুমি খেপাটে মত্ত।
তুমি সুদখোর, তুমি নারীকে বানাও পতিতা
তুমি খুনি, তোমার তান্ডবে মরে আবাল বৃদ্ধ বনিতা।
তুমি পাষান, তুমি সীমারের মতো নির্দয়
তুমি রোধ করতে চাও শান্তির সূর্য উদয়।
তুমি লোভী, তুমি খাদ্যে ভেজাল প্রয়োগকারী
তুমি অমানুষ, তুমি মানুষের প্রাণ সংহারী।
তুমি রক্ষকের আসনে বসে হাসো অট্টহাসি
তুমি রাক্ষসের প্রতিরূপ যেন সর্বগ্রাসী।
তুমি নির্দয়, তুমি পরিবেশ বিনাশী
তুমি ভিক্ষুকের শেষ সম্বল সন্ত্রাসী।
তুমি মিথ্যেবাদী, সত্যকে সাজাও তোমার মতো করে
তুমি রক্ত চোষা, তুমি লুন্ঠন করো দু'হাত ভরে।
তুমি মুনাফেক, তুমি বেঈমান ঘুষখোর
তুমি জালিম, তুমি এতিমের ধন চোর।
তুমি চুগলখোর, তুমি কুৎসা রটনাকারী
তুমি দুস্থের সম্পদ লুটে গড়েছ গাড়ি বাড়ি।
তুমি চরমপন্থী, আইনের ছায়াতলে সাজ পরাক্রম
তুমি মাদকের পসরা সাজিয়ে করছো ধ্বংসের মাতম।
তুমি লম্পট, পদে পদে পাতা তোমার শত ছলনার ফাঁদ
তুমি সাধু বেশে করেছো হাজারো কুমারীর জীবন বিষাদ।
তুমি মদ্যপ, তুমি অপবিত্র করেছো এই ধরণী
তুমি মা কে আস্তাকুড়ে ফেলে করো অভাগিনী।
সকল অপকর্মে তোমার চোখ দুটো করে উঠে চিক চিক
তুমি যেই হও, মানুষ নও অমানুষ, ধিক তোমায় শত ধিক।