নদী ঘোরাও নদীর পথে,
ফেরাও কেন তারে?
অনেক সুখের পশরা নিয়ে
এসেছে তোমার দ্বারে।
কেনো তারে বেঁধে রাখো?
করো গতি রোধ।
নির্বোধ নদী নয়তো কভু
নেয় সে প্রতিশোধ।
অতি খরায় কৃষক মরে
বন্যায় ভাসে গ্রাম।
নির্বিচারে নদী শাসন
সেতো তারি পরিনাম।
নদী, তুমি মুক্ত অঞ্জলি
তোমার পথে শাসন নয়,
তুমি চলো অবিরাম
জলদেয়ালে আটকাতে নয়।
তাইতো বলি নদী ঘোরাও
নদীর চেনা পথে।
দেশটা আমার থাকবে ভালো   
থাকলে নদীর সাথে.....