এক আশার বীজ বুনেছিলাম মনে
অংকুরোদগম দেখেছিলাম তার সংগোপনে
দেখেছিলাম সবুজ কুঁড়ি,
এক আশার নীড় গড়েছিলাম নির্জনে
প্রেম উদ্যমে ভরেছিলাম সেথা যতনে
দেখেছিলাম চাঁদের বুড়ি!
এক কল্পলোকে ভাসছিলাম তোমার সাথে
শতফুল বিছিয়েছিলাম পথে পথে
তোমাকে করবো বরণ,
প্রতিক্ষায় বসেছিলাম পূর্ণিমার আলো হাতে
স্তব্ধ হয়েছিলাম আমি সেই রাতে
তোমার হয়েছে মরণ!
আশাহত মন আর বাঁধেনি ঘর
হৃদয় হয়েছে মরুভূমি, বুকে মরুঝড়
উঠে তোমার অনুভবে,
প্রেমের ভূবনে আমি আজ নিশাচর
ভাবুক মুসা তাই ভাবনায় যাযাবর
ওপারে দেখা হবে।