মন দেবে গো মন?
মন নেবে নাকি মন?
মনের বদৌলতে মন চিনি
মনের দামে করি বিকিকিনি।
মনেতে জমা কত কথা
মনের ভেতর গভীর ব্যথা,
মন চায় মনকে জানাতে
মন চায় মনকে বুঝাতে।
আমি ভাই মন ফেরিওয়ালা
সকাল দুপুর ক্লান্তিহীন চলা,
স্বপ্ন বুনি মনের কোলে
মনের দামে মন পেলে।
মনেতে থাকে আকাশখানা
নেই যার কোন সীমানা,
মেঘেদের হুল্লোড় সারি সারি
আর রংধনুর রঙের বাড়ি।
দাও যদি মনের চাবি
সাজাবো সেথায় স্বপ্ন ছবি,
মনেতে সঁপে মনের আলো
মন মাতানো প্রেম ঢালো।
মন বলে, "চল না যাই,
জীবনের পথে পা বাড়াই
দূরের পাখির কুহু ডাকে,
সপ্ন সাধনার নতুন বাঁকে।"
তুমি যদি ডাকো আমায়
মন গভীরের সেই ডালায়,
বসবো তোমার মনের ডালে
বলবো কথা মন খুলে।
মন দেবে গো মন?
মন নেবে নাকি মন?
মনের বদৌলতে মন চিনি
মনের দামে করি বিকিকিনি।