কথা ছিল আসবে তুমি
মহুয়া গাছের তলে,
বলবো কথা দু'জন মিলে
নাও ভাসিয়ে বিলে।
বেড়াবো ঘুরে সকল ভুলে
ভেজাবে পা বিলের জলে,
শাপলা কলি গুজবো তোমার
মেঘ কালো দীঘল চুলে।
জলপরীরা উঠবে মেতে
নানা ঢঙে জলকেলিতে,
লুকাবে মুখ পানকৌড়ি
শাপলা পাতার তলেতে।
অঝোর ধারার শ্রাবণীতে
ভিজবে যখন ধরনী,
ভয় জাগাবে বিজলি মনে
উঠবে দুলে তরণী।
বলবে তুমি নাদান প্রেমিক
কেন দূরে দূরে থাকো,
ভয় পেয়েছি বুকে রাখো
প্রিয় নামটি ধরে ডাকো।
বুকের কথা বুকে চেপে
চোখে চোখে বলবো কথা,
তোমার ছোঁয়ায় উবে যাবে
মনের সকল জমাট ব্যাথা।
এমনই করে যখন তখন
তুমি মহুয়া তলে এসো,
মনের সাথে মন মিলিয়ে
আমার প্রেম সাগরে ভেসো।