সোনার মেয়ে মিম আজ
যাচ্ছে শশুর বাড়ি,
দাদি নানি সনে চড়ে
নতুন দামী গাড়ি।
মামা চাচা খালা ফুফুর
সে যে নয়নের মনি,
মামি চাচি ফুফার
মিষ্টি মেয়েটা আদরের খনি।
সোনার বরণ দীঘল কেশী
পুতুলের মত তুলতুলে,
আনত নয়ন পদ্ম পায়ি
গাল দূটো তার টুলটুলে।
বলবে কথা মেপে ঠোঁট
বদনামের ধারের কাছে নাই,
এমন মেয়ে হাজারে এক
গুণগুলো খুঁজে নিও ভাই।
ডাকে বাবা আদর করে
মিম্বু আমার কাছে আয়,
আমায় ছেড়ে চলে গেলে
আমি বুড়ো হবো অসহায়।
মা মুছে চোখের পানি
আড়ালে আবডালে সবার,
প্রয়োজন হলে কেমন করে
মেয়ের বুদ্ধি নেবে ধার।
মিম তুমি স্বপ্ন দেশের
যেন লক্ষীর কায়া সাজ,
এই ভুবনে রেখেছ চরন
বিয়ের পীড়িতে বসতে আজ।