পরন্ত বিকেল, উদাসী এই মন
প্রবালপর বসে বিভোল আনমন,
পিছনের তির্যক ঐ সোনালী কিরণ
সাগরেতে মিশে করেছে মন হরন।
সোনা মাখা রোদ আর সাগর লহরি
যেন তন্বীদের সমবেত নৃত্যপুরী,
দেখছি আমি নয়ন ভরি।
কৈশরের প্রিয় মুখটি সাগর জলে
ভেসে উঠে লাখ লাখ তন্বীদের দলে,
ছোট ছোট নোনা ঢেউয়ের তালে তালে
দোলায়িত মুখশ্রী স্পষ্ট জ্বলজ্বলে।
আমি অবাক তাকিয়ে অপলক চোখে
কিছু বলতে চাইছে সে নির্বাক মুখে,
মলিন বদনে, দুর থেকে।
মনোযোগটা আরও গভীর করাতে
তারই চিরচেনা সেই স্মিত হাসিতে,
চোখের ইশারায় ডাকছে সে কাছেতে
সহসা সম্মোহিত আমি ঐ চাহনিতে।
অপ্সরীর প্রবল মায়াজালের টানে
ধীর লয়ে এগিয়ে চলেছি তার পানে,
পুলক দোলা অন্তর মনে।
হাতটি ধরে বলে, চলো সাথে এবার
কতটা দিন পরে এক সাথে আবার,
তলিয়ে যাচ্ছি নেই যে আশা ফেরার
বন্ধ হয়ে আসছে দমটা আমার।
অসার দেহ, বাঁচার চেষ্টা স্বজোড়ে
তলিয়ে যাচ্ছি আমি অতল পাথারে,
ক্রমশই গভীর তিমিরে।