লালনের বাঁশির সুরে
জাগে ভোরের প্রত্যাশা,
গভীর সাঁঝের বাতাসে
বাঁধে অনন্ত আশা।
কে তুমি পথের সাধক?
কে তুমি গানের ঝরনা?
তোমার কথায় লুকানো
জীবনের গভীর বর্ণনা।
নিশীথের তারা তুমি,
পথিক দিশা পায়,
তোমার কথায় ভাসে,
ছন্দেরা সুরের ভেলায়।
সুরের সোঁদা গন্ধে,
আবেশে জুড়ায় প্রাণ,
ছন্দ লহরির ছোঁয়ায়
ভক্তিতে করি পুণ্যস্নান।
আপনাকে জানার তৃষ্ণা
দিলে বার্তা যখন,
সর্ব সাধন সিদ্ধ তখন,
সত্য মেলে চরণ।
তোমার জীবনাদর্শের গান,
চির সবুজের মন্ত্র,
দরবেশি হাসির আড়ালে,
দিলে শান্তি অন্তঃ।
তুমি জীবনের জয়গান
বাঙালির চিরায়ত সুর,
তোমার কণ্ঠে বলীয়ান
মানবতার সুর সুমধুর।