কারো কথায় ফুল ঝরে ভাই
কারো কথায় লোল,
কারো কথায় এক কুড়িতে
ডজন খানেক ভুল।
কথায় কারো জাদু থাকে
কথাতে মন জয়,
একই কথা অন্য মুখে
শুনতে তেতো হয়।
কারো কথার আওয়াজ ভারী
কারো কথা ধীর,
কথায় যেমন মধু ঝরে
কথায় ছুড়ে তীর।
কথার মাঝে ইনয় বিনয়
কথায় দেখায় জোর,
কথায় কাছে টানে মানুষ
কথায় ঠেলে দূর।
ভালো কথায় হাতে তালি
মন্দ কথায় কিল,
ফালতু লোকের কথা কাজের
নাইযে কোনো মিল।
বুড়া বুড়ি শিশুর কথায়
থাকে অনেক চমক,
বদ মেজাজীর কর্কশ কথা
কানে লাগে ধমক।
স্বাক্ষীর কথায় দোষী হলে
জজের কথায় ফাঁসি,
কটু কথায় কান্না আসে
ব্যঙ্গ কথায় হাসি।
শিল্পীর কথা রং তুলিতে
কবির কথা লেখায়,
নেতার কথা ভাষণ দিয়ে
হাজার স্বপ্ন দেখায়।
মুঠো ফোনে সেকেন্ড কষে
কথার হিসেব হয়,
টক শো'র ঐ রঙিন পাড়ায় 
মিথ্যে কথা কয়।
আরজেদের কথার যেন
নেই কোনো সীমানা,
কথার হাটে সময় ধরে
হচ্ছে বেচা কেনা।
কথায় মানুষ ব্যস্ত এখন
চেনা কি অচেনা,
জগৎ জুড়ে চলছে দেখো
ভন্ড কথার তালবাহানা।
ইচ্ছে যেমন হচ্ছে তেমন
কত কথার খেলা,
অপাংক্তেয়রা বলেই চলে
মুখে নাইরে তালা।
কথা নিয়ে হেলা ফেলা
আর করোনা ভাই,
কথার আগে হিসেব করো
কি বলতে চাই।