কবিরা, লিখে যাক নিরলস
অন্ধকারে খুঁজতে দাও আলো,
যদি ভালোবাস তুমি ছন্দ
সৃজনের পথে এগিয়ে চলো।
অভিব্যক্তির মূর্ছনায়-
প্রেম আর বিরহ মিশে,
শব্দের তালে তালে তারা
ক্লান্তিহীন লিখতেই ভালোবাসে।
গভীর রাতে, নীরবতার মাঝে
কবিরা বাঁধে হৃদয়ের গান,
কল্পনার সব উড়ান জড়িয়ে
প্রাণেতে সঁপে নতুন প্রাণ।
যেখানে হয়না কোন প্রতিধ্বনি
সেখানেই রচিত হয় ইতিহাস,
কবিরা তো বারংবার লিখে
স্বাক্ষী চাঁদ তারা আকাশ।
নতুন দিনের সূর্য উঠুক
স্বপ্নের জালে জড়িয়ে থাকুক,
কবিরা লিখে যাক নিরলস
প্রাণে ছন্দের ছোঁয়া লাগুক।
অসীম ক্লান্তির মাঝে দাঁড়িয়েও
নতুন আশা খোঁজে তারা,
ভাষার প্রতিটি সূক্ষ্ম রেখা
দেখায় জীবনের রঙিন পাড়া।
কবিরা লিখে যাক নিরলস
যা কিছু এখনো অজানা,
শিল্পের শক্তিতে, ভাবনার ঝর্ণায়
উম্মুক্ত করে মানবতার সীমানা।
রাতের নির্জনে তারা লিখুক
প্রেম বিরহ মানবতা যুদ্ধ,
যেখানে প্রতি পঙক্তিতে পঙক্তিতে
হয় অজস্র হৃদয় মুগ্ধ।
হৃদয় গহীনে চেপে রাখা
অব্যক্ত যত চাপা যন্ত্রণা,
একাগ্র চিত্তে সৃষ্টির উল্লাসে
করে যায় কাব্য রচনা।
কবিরা লিখে যাক নিরলস
শব্দের জালে বেঁধে ভাবনা,
মনের আঁচলে লিখুক অবারিত
মেলে নতুন অরুণ ডানা।