পালকি চড়ে অনেক দূরে
যাচ্ছে মোদের খুকি,
রাণী হয়ে থাকতে সেথা
করতে রাজ্য সুখী।
বাড়ি জুড়ে আনন্দ আর
কারো চোখে অশ্রু ঝরে,
বিশটি বছর খুকি এ ঘর
আলোক প্রভায় রেখেছে ভরে।
কোনায় কোনায় খুকির ছোঁয়া
ছোঁয়া প্রতি তৈজসে,
পড়ার টেবিল রইলো পরে
নেই চেয়ারে খুকি বসে।
পুডিং বিরিয়ানি হবেনা আর
হবেনা নবাবী সেমাইয়ের আয়োজন,
কবিতা পড়ে কে শোনাবে
উৎসাহ দেবে কোন জন?
কে করবে এত আদর
কে দেবে ছোটদের বুঝিয়ে,
ঠান্ডা জ্বরে কে দেবে গো
চা'এ পুদিনা মধু মিশিয়ে।
খুঁজে দেবে কে চশমাটা
কে করবে শাসন আমায়?
কে করে দেবে ঠিক
বাহিরে যাবো কোন জামায়।
ভুলিয়ে ভালিয়ে কে খাওয়াবে
শতবর্ষী প্রিয় দাদুকে,
সারাক্ষণ হাতরে বেড়াবে মা
ঝাপসা চোখে প্রিয় লাঠিকে।