দূর ঐ পাহাড়ি গাঁয়ে  
মেঘেদের ছায়ে,
আধো ঢাকা কুয়াশায় 
পাহাড়ি নন্দিনী রূপ ছড়ায়।                         
চঞ্চল ঝর্ণা ধারা
বয়ে চলেছে আত্মহারা,
নদী রূপে বারিধারা                           
সমুদ্র মন্থনে দিশেহারা।                
উড়ে চলা বিহঙ্গের ঝাঁক                     
মিশে নীলিমায় ঐ দিগন্তে,
ভেসে আসে বুনোদের হাক                  
ত্রাস জাগায় হৃদয় প্রান্তে।                    
তরুলতার মায়া জড়াজড়ি 
অপরূপে সেজেছে বেশ,                                          
তারই মাঝে সূর্য প্রভা                     
মনে কাটে দীর্ঘ রেশ।
বিলে আর ঝিলে জল কিরণে    
অপরূপা ছড়ায় হীরক দ্যুতি,                         
সবুজের গালিচা ডাকে ইশারায় 
আয়, মোর বুকে আয়।
চোখ মেললেই হৃদয় জুড়ায়  
কাটেনা তার রেশ,        
মন জুড়ানো সজীব শ্যামল                                                       
এ আমার জন্মভূমি বাংলাদেশ।