আমি যে এক চায়ের কাপ
খালি কাপ নাকি বাজে বেশি,
ভরা কাপে কম, লোকে বলে
হা হা হা শুনে আমি অট্টহাসি।
প্রবাদটি আমার বোধগম্য নয়
কেন বুঝতে চাও না তোমরা,
আড্ডায় চায়ের কাপের ঝড়
মানে জমজমাট আসরে ভরা।
যখন আমি পূর্ণ- গরম চায়েতে
বলিয়ান হই আরও শক্তিতে,
ধারি না ধার তখন যে আমি
গ্রীন, ব্লাক নাকি দুধ চা আমাতে।
আমার চুমুকে পরিকল্পনা চলে
গুম খুন আর দেশ দখলের,
নারীর মুখে এসিড ছোঁড়ার
ভয়াবহ গভীর চক্রান্তের।
চলে ভোট চুরির নীলনকশা
মিটিং মিছিলে গুলিবর্ষণের,
অশুভ রাজনীতির পায়তারা
ঘন ঘন চুমুক অর্বাচীনের।
ধোঁয়া উঠা গরম চা যে আমি
চুমুকেই ফয়সালা- যুদ্ধ না সন্ধি,
কত বাটপার অবলীলায় আঁটে
কূটকৗেশলের নানাবিধ ফন্দি।
শহর গ্রামেতে নেই ভেদাভেদ
চায়ের টেবিলে উঠবেই যে ঝড়,
ছোট আর বড় একই সমাচার
যে যার কথায় সবাই অনড়।
ভাঙ্গার মুখে জুড়ে দেই সংসার
যদি দাও এক কাপ চা এগিয়ে,
লিখে দিও চিরকুটে 'ভালোবাসি'
যতনে, কাপের তলায় লুকিয়ে।
আমাকে যখন করে ভাগাভাগি
একান্তে প্রেমিক আর প্রেমিকা,
উষ্ণ ঠোঁটের পরম সান্নিধ্যে
থাকেনা আর কোন অহমিকা।
আমি জোগাই ক্লান্তিতে শ্রান্তি
দূর করি তোমাদের অবসাদ,
ভরা চায়ের কাপের গুরুত্ব অসীম
আমাতে খাটে না প্রবচন প্রবাদ।