আমি রাজা, আমি মহারাজা
আমি অসীম ক্ষমতাবান।
আমি যাকে চাই দেই মৃত্যুদণ্ড
করি যাকে খুশি প্রাণদান।
মাথায় আমার হীরার মুকুট
সোনার জুতো পায়।
আমার মনরঞ্জনে প্রস্তুত
হাজারো কুমারী ডানে বায়।
আমি নিষ্ঠূর, আমি নির্মম
আমি অধিপতি, আমি পরাক্রম।
আমি চতুর, আমি লম্পট, আমি শয়তান
আমি সম্রাট, আমি বাদশাহ, আমি মহীয়ান।
আমাকে কুর্নিশ করতে হয় নত শিরে,
ভীত সন্ত্রস্ত প্রজাগণ আমার হুংকারে।
আমি দেশ থেকে মহাদেশ করি কুক্ষিগত,
আমি বিধ্বংসী সব অস্ত্রে ক্ষেপণাস্ত্রে সজ্জিত।
আমি মাতাল, আমি উম্মাদ
আমি আর্তনাদ শুনতে উদগ্রীব,
আমার অঙ্গুলি হেলনে
ধুলায় লুটায় কত জীব।
আমি বীর, মহাবীর
আমি তোয়াক্কা করিনা সন্ধির,
আমি প্রভু তুল্য মালিক এ ধরণী ধরিত্রীর।
আমাকে দমাবে কে?
এমন শক্তি নেই ভুবনে,
আমি অমর, নিশ্চিন্তে যাই শয়নে।
কে, কে তুমি?
বিশাল আকৃতি, আমার অন্দরে,
এই কে আছিস?
নিয়ে যা একে বন্দি করে।
চুপ, চুপ কর রে পাপিষ্ঠ,
আমি তোর যমদূত!
বিনাশ করবো তোকে এবার
হয়ে যা প্রস্তুত।
ঐ দেখ, চেয়ে দেখ
খোলা রয়েছে নরক দ্বার,
এ তোর দাম্ভিকতার চূড়ান্ত পুরস্কার।