কমরেড,
অগ্নিকাণ্ডের মাঝে আজ অন্ধকারের ছায়া
মুক্তির লক্ষ্যে বিদ্রোহের পথে এগিয়ে যাওয়া,
জনসেনা ভাঙবে বন্ধ দরজার ঐ ঝুলন্ত তালা
মানবতা যেথায় হয়ে আছে সীল গালা,
বঞ্চিতদের অধিকার রক্ষায় পরাবে তোমায় মালা।
জনতার অধিকার আজ রাজ গোখরার কব্জায়
হিস হিস ফনায় দুলে, দাম্ভিকতায় লেজ নাড়ায়
সুশীল সমাজ পরেছে ডান্ডাবেড়ি নতুবা কোমায়
মুক্ত যারা সব প্রতিবন্ধী, স্বৈরাচারীর ছত্রছায়ায়,
তোল তর্জনী, আমরা তোমার নির্দেশের অপেক্ষায়।
বাইজীর পায়ে শহীদের রক্তে রাঙিয়ে আলতা
মসনদে বসে মনোরঞ্জনে মদ্যপ মেকি নেতা,
স্বাধীনতা নিয়ে চলছে আজ অরাজকতা
আসছে ধেয়ে উনুনে মশাল জ্বেলে সকল জয়িতা,
মুক্তির শ্লোগানে শ্লোগানে অস্থির আমজনতা।
কমরেড,
ওরা হীন, পশুর চেয়েও অধম, ওরা যে নর্দমার কীট -
বোঝে না বাইবেল কোরআন বেদের শ্বাশত বাণী
পেশীশক্তির বড়াই করে, গনতন্ত্রের করে শ্লীলতাহানি,
যে মাটিতে ধারন করে লক্ষ কোটি বীর বঙ্গ জননী
সেই মাটিতে দাঁড়িয়েই করে চক্রান্তের কানাকানি!
দুর্বলতাকে আড়ালে ঢেকে, দেখায় পেশীশক্তির জোর
বীরের দেশে কাক সেজেছে ময়ূর, আসলে ওরা জোচ্চর,
মানুষ আমি, মানুষ তুমি, সবাই মানুষ এই সমাজের
চাপার দাঁত কড়মড়িয়ে জানায়, দিন এসেছে বিদ্রোহের,
মুক্তি হীনা কী মূল্য বল কমরেড স্বাধীনতা অর্জনের?
তুমি আসবে জেনে সাঁজোয়া যানের চালকেরা করে হাসফাস
তুমি আসবে জেনে ওরা সারিবদ্ধ দাঁড়ায় নিয়ে কাঁদানে গ্যাস,
তুমি আসবে জেনে জল কামান, রাবার বুলেটেও ওরা হতাশ
তুমি আসবে জেনে সুশৃংখল বাহিনীর অসংলগ্ন লেবাস!
তুমি আসবে জেনে থরথর কাঁপে পা, ভিজে ওদের অন্তরবাস।
এসো কমরেড, সদর্পে দাঁড়াও আবার রেসকোর্সের ময়দানে
শাসাও উঁচিয়ে তর্জনী তোমার লাখো জনতার সভা সনে,
দাম্ভিকতার সাথে বল, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম'
আত্মপ্রত্যয়ের সাথে বল, 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম',
তুমি ছাড়া কে আর দিবে ডাক? তুমিই যে কমরেড মনের গহীনে।