তারারা কথা কয় গাছেদের সাথে
সূর্য গেলে আড়ালে,
চন্দ্র এসে কথা কয় একান্তে
জ্যোৎস্না ছড়ায়ে নিরালে।
তারাদের প্রশ্ন, ওহে গাছ
কিসে তুমি সুখ পাও?
গাছেদের উত্তর, পাখিরা যখন
ডালে বসে দেয় বাও।
খড় কুটা লয়ে পাখিরা যখন
শাখা প্রশাখায় বাঁধে বাসা,
আমি তখন শান্তি পাই
ঘুচে যায় মাতৃত্বের পিয়াসা।
নেচে গেয়ে আমার একুল
করে রাখে মুখর,
ক্ষণে আসে ক্ষণে যায়
অসহ্য যখন রৌদ্র প্রখর।
আমিও ছায়া দিয়ে মায়া দিয়ে
বুকে আগলে লই,
আড়াল হলে ডেকে মরি
কইরে আমার ময়না টিয়া বাবুই চড়ুই।
তারা গেলো চন্দ্র এলো
শুধালো শুনো হে বৃক্ষ,
সুখ কথা শুনেছি তারার কাছে
এবার বলো কিসে তোমার দুঃখ?
প্রশ্ন শুনে বৃক্ষ বিমূঢ়,
পত্র কান্ড হলো মলিন!
মুহূর্তে সুখ তার চুরমার,
মুহূর্তে হলো সাগরে বিলীন।
বৃক্ষ বলে চাঁদ ভাই
আমার দুঃখ ঝড় জলোচ্ছ্বাসে,
পাখিরা ছুটে দিক বিদিক
আমায় ছেড়ে যখন যায় নিরুদ্দেশে।
ডাল পালা ভাঙে মোর
দুঃখ হয়না যেন তাতে,
দুঃখ আমার সন্তান হারার
কাল বৈশাখীর ঘূর্ণি ঘাতে।