পুরনো ডায়রির পাতায় পাতায়
আজ কষ্টের স্মৃতিচারণ,
কেন তুমি দুর হতে আজো
করছো মোর সুখ হরন।
তুমি হিনা দিনগুলো মোর
যেন বেদনার মালায় গাঁথা,
দু'চোখের অশ্রুর সাথে
ঝরে শত অতীত কথা।
ছিলে তুমি, ছিলাম আমি
একই ছায়াতলে,
দূরে চলে গেলে
বলো প্রিয়া কোন রোষানলে?
বিরহ প্রেম যেন আমার
সুদূর মেঘালয়ে বাস,
ঘুরে ফিরে দিবা নিশী
যেন যাযাবর উর্ধাকাশ।
প্রতিনিয়তই করছো প্রহার
মায়ার শিকলে বেধে,
আত্মার বন্ধন ছিন্ন করেছ
তাই আমি চলছি কেঁদে।
ঝলমলে জোছনা বদলে আজ
বেদনা বিদূর সেই প্রেমাকাশ,
পারিনি ফেরাতে বিপথগামিনিকে
সবই যে আমার
ব্যর্থ প্রয়াস।