কবিতারা আজ মান করেছে—
ছন্দেরা আজ ডেকেছে হরতাল,
ক্ষুব্দ কলম বিদ্রোহী হয়ে
হয়েছে আজ বড়ই বেসামাল।
বাহিরের পরিবেশ থমথমে
টিয়ার গ্যাসে আকাশ অন্ধকার,
থেকে থেকে শোনা যায়
বিদ্রোহীদের গগনবিদারী চিৎকার।
বুলেট বোমা বুটের আঘাতে
কত প্রান অকালে ঝরে,
ছেলে হারানো মায়ের আর্তনাদ
বিচার চাইবে কার তরে?
প্রহসনের এই রাজনীতি
কত বুক করেছে খালি,
কিসের লোভে, কিসের তরে
দেয় ওরা বিদেশ পারি?
অর্থই যদি সব ওদের
তবে বিকোয় না কেন দেহ?
কোটি কোটি জনতার থুথুতে
যাবে ভেসে কুলাঙ্গারদের গেহ।
ওরে রাম, ওরে রহিম
দেশমাতৃকা আজ কাঁদে অঝোরে,
ঝেটিয়ে তাড়া আবর্জনার দল
দেশ পরেছে বিশ্ববেহায়ার খপ্পরে।
নিষ্ঠুরতার এ রক্তলেখা
মুছবে কবে এ দেশের বুকে?
সত্যের মশাল হাতে নিয়ে
কে দাঁড়াবে অন্ধকার মুখে?
শিল্পীরা আজ তুলি ফেলে
রক্তাক্ত পথের ছবি আঁকে,
সাহসী কবি কলম ভেঙে
কেন প্রতিবাদী আজ রাজপথে?
পাণ্ডুলিপিরা ঢেকেছে মুখ
জানাতে শোক কালো কাপড়ে,
পঙক্তি গুলো হয়েছে উধাও
বলে গেছে, আসবেনা ফিরে।