মনের মাঝে বাঁজে তোমার রিমঝিম নুপুর
বৃষ্টি ভেজা পথে হেঁটে চলেছি একাকী;
দূরে তুমি, অথচ হৃদয়ের খুব কাছে
এ অঝোর ধারা, প্রেমের সমীকরণ নয় কী?
প্রতিটি ফোঁটা যেন একেকটি কাহিনি বলে
তোমার মনের, গভীর বেদনা তুলে ধরে;
প্রিয় চোখের জল ভেসে আসে বাতাসে
পূর্ণ করে নদী, আমার হৃদয় প্রান্তরে।
ভেঙ্গে দু'কূল, প্লাবনে ভাসিয়ে ছুটে অবিরাম
ভুল করে হলেও তুমি জানতে যদি,
আমার বুকের ভেতর বয়ে চলে নিরবধি
তোমার দৃষ্টি ভেজা সেই অশ্রু নদী।
শুধু আমার নয়, তোমারও একান্ত প্রহরে
শুনতে কী পাও সেই ভাঙ্গনের সুর?
আমার প্রতিটি শ্বাসে তুলে প্রবল ঝড়
নিরর্থক জীবন যেখানে ম্লান বেদনা বিদুর।
সেই বেদনার নদীতে অবগাহন করি আমি
সন্তরণে খুঁজি খড়কুটো, কূল সীমানা;
তোমার প্রশ্নের চোখ, তোমার দেয়া কথাগুলো
আমাকে শত কষ্টেও দেয় প্রতিনিয়ত অনুপ্রেরণা।
আজও অপেক্ষার প্রহর গুনি, বৃষ্টির শেষে-
যখন শুকিয়ে যাবে চোখের কোলের জল,
তখন নতুন ভোরে আমরা মিলব আবার
হাঁটব পৃথিবীর পথে, দিনগুলো করে ঝলমল।