জগতবাসী, শুনতে কি পাও?
কান খুলে শোন, আমি দেবদূত!
আসিয়াছি লয়ে বার্তা সৃষ্টিকর্তার
অনুধাবন করো মর্ম তাহার।
জানতো, তিঁনি সেই সত্ত্বা
বিশ্ব ব্রম্মান্ডের অধিকর্তা,
আপনারে ছাড়া যিনি করেননা
কুর্নিশ কাহারেও, এ যে তাঁরই বার্তা।
যুগে যুগে পাঁঠিয়েছেন মহাপুরুষ
দেখিয়েছেন আলোর পথ তাঁরা,
দিয়েছেন মহাগ্রন্থ, না হতে পথহারা
আবহমানকাল সত্য, মূর্ত সে ধারা।
যে জন্য তোমরা বিধাতার সৃজন
করোনি যে তার কিছুই পূরণ,
দুস্থের সম্পদ করেছো হরণ
নিষেধ থাকতেও শুনোনি বারন।
রুষ্ট তিঁনি, তোমাদের তরে
অসীম আশিস ভুলে তার,
পাপাচারে গিয়েছো দূরে সরে
সময় এখন পাঠ চুকাবার।
জানকি, জীর্ণ শীর্ণ শরীরে
জগৎময় ঘুরে বেড়ান অবতার!
দিবা নিশি যারা করে উপবাস
নিরন্তর তাদেরই করো উপহাস।
প্রার্থনা ভুলে মাতিয়াছ হানাহানি
আর ধ্বংস যজ্ঞের উল্লাসে,
অনৈতিক কাজ একটুও ছাড়োনি
অবলীলায় করো আপন প্রয়াসে।
অর্থ লিপ্সা আর কামের তোরে
ন্যায় অন্যায়ের হিতাহিত ভুলে,
সত্যের পথ থেকে গিয়াছো সরে
তুমি পাপী যোজন যোজন দূরে।
হেনো কোনো কর্ম নাই
করিয়া বেড়াও পাপিষ্ঠ তুমি,
ক্ষোভে দুঃখে দূরে সরে
লজ্জায় তোমার জগৎ স্বামী।
দিনে দিনে বাড়িয়াছে পাপ
শুধিবে কি এ জনমে?
থাকিতে সময় নিজেকে শুধরাও
তাঁরই আনুগত্যে, সংশোধিত মনে।