চুপচাপ পড়ুন, বাহবা বলুন
বলবেন না বাজে কথা,
এটা সাধারণের নয়
এটা বড় বাবুর লেখা কবিতা!
বড় বাবু ভুল বললেও
ওটাই হয়ে যায় শুদ্ধ,
যেটা গদ্যই হলো না তার
সেটাই হয়ে গেলো পদ্য!
বড় বাবু উৎসাহ চায়
তাই দিলো পাঠককুল,
উৎসাহ পেতে পেতে বাবুর
আর শুধরানো হলো না ভুল।
বাবু লিখেই চললেন, আর
পাঠক দিয়েই চললো করতালি,
বাবু জানেনা পাঠক আড়ালে
শালা বলে দেয় গালি!
কবি এবার বই ছাপলেন
প্রথমেই হাজার হাজার বই,
অনেক পাঠক, তাই
দাম ধরলেন তিন শত নব্বই।
কবি এবার আশায় রইলেন
আসবে টাকা কাড়ি কাড়ি,
সুখ্যাতি ছড়িয়ে যাবে তার
গ্রহ থেকে গ্রহ ছাড়ি!
দেশ বিদেশ থেকে
আসবে ভুরি ভুরি পদক,
বহু দিনের ইচ্ছে তার
হতে নোবেল জয়ী লেখক।
কিন্তু হায়! একটি বইও
হচ্ছে না বিক্রয়,
এ বই নাকি পয়সা দিয়ে
কেনার মতো নয়।