মনটা আমার যায় হারিয়ে
দূর আকাশের পানে,
নীল সাগরে ঢেউ দুলিয়ে
হাজার স্বপ্ন বুনে।
মস্ত উদার, বিশালতর
সমান কেহ নাই,
ধনী-গরিব, ছোট-বড়
সবার মেলে ঠাঁই।
নীরব ভাষায় কথা বলে
তোমার আমার সনে,
মন মিলেছে ছায়া তলে
তারই নীল প্লাবনে।
চাতক সে যে হারিয়ে দিশা
তোমাতে চেয়ে রয়,
একটু জলে মিটাতে তৃষা
বুকটা যে মরুময়।
দুঃখী মনে পুষে আশা
চাঁদকে রুটি ভেবে,
পেটের ক্ষুধা সর্বনাশা
রাত পোহালো যবে।
বিত্তশালীর উচ্চ আশা
তোমার সম হবে,
অঢেল ধনের প্রত্যাশা
দিবা নিশি ভাবে।
সখা সখি তোমার পানে
আগাম স্বপ্ন বুনে,
দোদুল্যতায় মনে প্রাণে
তোমায় স্বাক্ষী মানে।
কিকরে হই তোমার সমান
প্রশ্ন মনে জাগায়,
আকাশ বলে পাবে প্রমান
মানবতার সেবায়।
আকাশ তুমি অতুল উদার
মন যে দোলাচলে,
সবার কাছে তুমি মনোহর
প্রভুর আবাস বলে।