সারাটি জীবন বিপরীতেই চললে
জান-ই তো ভালবাসি তোমায়,
তবুও বারংবার শুধাও
ভালবাসি কি না তোমায়?
দিন শেষে সূর্যটা যেমন ঘুমায় আকাশের কোলে
তেমনি কাছে দূরে যেথায় থাকি,
ঠিক ফিরে আসি আমার প্রেমালয়ে
প্রিয় নামে তোমাকেই ডাকি।
বখে যাওয়া ছেলেটি অপকর্মের পর
যেমন মা-কে সব বলে অবলীলায়,
তেমনই আমার অবাধ্য ভালবাসা
পরম মায়ায় তোমাতেই মিলায়।
বাদলের ধারা যেমন কূল ছাপিয়ে
সাগরেতে গিয়ে মিশে,
আমার কষ্টের অশ্রুরাও
তোমার সান্নিধ্যেই মুচকি হাসে।
তুমি আমার সেই সে জন
প্রকৃতিতে যেমন কূজন,
সুখে দুঃখে আমরা দু'জন
ঝড়ের মুখেও আমিই সুজন।
তোমার পথেতে জীবন বিছিয়েছি
শতরঞ্জি সম প্রেম সাধনায়,
কি করে বুঝাই তোমায়
কী ভালবাসা মম আরাধনায়।
যখন তুমি চোখের আড়াল
হৃদয়টা হয় লীন,
জেনে রেখো প্রিয়া
ভালবাসি তোমায় আমি অমলিন।