আজ আক‍‍্দ, আনন্দঘন দিন
সোনালী আভা আলয় জুড়ে,
মা-বাবার দোদুল মনে
আলোর দ্যুতি আশায় ভরে।
শুভ আংটি বদলের দিনে
চোখে ঝিলমিল হাসির ঝরনা,
আলোর রোশনাইয়ে গাঁথা
এক নতুন জীবনের সূচনা।
সবার প্রার্থনা আনন্দের সুরে
বাঁজছে মনে সুখের গান,
দয়াময় তার রহম ঢেলে
খুশির চাঁদরে ঢেকেছে প্রাণ।
সবার আশীর্বাদের সাথে চল
নতুন জীবনের পথে উচ্ছ্বল,
স্মৃতিগুলোর স্বযত্ন লালনে
আগামীর জীবনটা হোক উজ্জ্বল।
সুখে ভাসুক দু'টি মন
হয়ে প্রেম অনুসন্ধানের পরিব্রাজক,
ভালোবাসার কলেবর বৃদ্ধিতে
হও আগাম প্রজন্মের পথপ্রদর্শক।
বসন্তের ফুলের মতো রঙিন
মায়ের চোখে দেদীপ্যমান স্বপন,
বাবার প্রার্থনার উর্বর মাকামে
করবে নবজীবনের বীজ বপন।
নতুন পথে পা রেখে তুমি
ভালোবাসার এক কাব্য লিখো,
ভাই বোন স্বজন সান্নিধ্যে
স্নেহ মমতার চিত্র এঁকো।